Friday 15 January 2016

***প্রবাসীর কান্না***
আও মাও কান্নার আওয়াজ শুনে ঘুম ভাংঙ্গলো ঠিক বুঝতে পারছিলাম না কি হয়েছে? চোখ ডলতে ডলতে বাহির হয়.. তখন বুঝতে পারলাম পাশের রুমের নূরুল-হক ভাইয়ের কন্ঠ আস্তে আস্তে ওনার রুমে গেলাম‚ কি হয়েছে.? কি হয়েছে.? ওনার রুমমেট এক ভাই বলল উনার আব্বুর অবস্থা বেশী ভালো না। ওনি অনেক কান্নায় ভেঙে পড়লো. তার কথা আর ওনার কান্না শুনে আমার কিছু বুঝার বাকি রইলো না।
সান্ত্বনা দেওয়া ভাষাও হারিয়ে ফেলেছি মনটা ভীষণ খারাপ হয়ে গেলো, নিজেকে কন্ট্রোল করতে পারলাম না রুমে চলে এলাম,,
পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো মা-বাবা. এমন  কোন খবর শুনলে কোন সন্তানই বা ঠিক থাকতে পারে? সত্যিই অনেক কষ্টের বেদনার জীবন হলো আমাদের এ  প্রবাস জীবন, আল্লাহ তুমি তার বাবা জীবনের সমস্ত কিছু ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করো এবং আমারএ ভাইকে ধৈর্য্য ধরার তৌফিক দাও। (আমীন)
প্রবাস জীবন

No comments:

Post a Comment