Tuesday, 19 January 2016

ইসলামের ঘটনা

ঘটনা-৪
হযরত ওমর রা. এর বীরত্বের কথা কে না জানে? তিনি
ছিলেন মানবেতিহাসের এক লৌহমানব। অথচ সে ওমর রা. যখন নবীজির ইন্তিকালের সংবাদ পেলেন তখন তিনি একদম অস্থির হয়ে ওঠলেন। প্রিয়নবীর বিরহের শোক কিছুতেই তিনি সইতে পারছিলেন না, খোলা তলোয়ার হাতে নিয়ে
দাড়িয়ে গেলেন। আহত ক্রদ্ধ কণ্ঠে বলতে লাগলেন-
যে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন আমি তার গর্দান উড়িয়ে দেব। প্রিয়নবী তো
তাঁর বন্ধুর নিকট গমন করেছেন মাত্র। হযরত ওসমান রা.ও অপ্রকৃতিস্থ হয়ে পড়লেন। দু’দিন পর্যন্ত কোন আওয়াজ
বেরুল না তার কণ্ঠ থেকে। হযরত আলী রা. এমনভাবে
চুপসে গেলেন মনে হচ্ছিল যেন তিনি অনুভূতি শক্তি
হারিয়ে ফেলেছেন।
পরিস্থিতি যখন জটিলরূপ নিচ্ছিল হযরত আবু বকর রা. তখন
নবীপ্রেমের দাবিতেই হৃদয়মন দৃঢ় করে ওঠে দাঁড়ালেন।
সকলকে শান্তনা দিয়ে দ্বীপ্ত কণ্ঠে শোনালেন পবিত্র
কুরআনের সেই অমোঘ বাণী-
‘আর মুহাম্মদ একজন রসূল বৈ তো নয়! তাঁর পূর্বেও বহু রসূল অতিবাহিত হয়ে গেছেন। তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তবে তোমরা পশ্চাদপসরণ করবে? বস্তুতঃ- কেউ যদি পশ্চাদপসরণ করে, তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি-বৃদ্ধি হবে না। আর যারা কৃতজ্ঞ, আল্লাহ তাদের সওয়াব
দান করবেন।’ [সূরা আলে ইমরান : ১৪৪] কুরআনের এই বাণী শুনে সবাই প্রকৃতিস্থ হয়ে গেলেন।

No comments:

Post a Comment