Sunday 24 January 2016

জীবনকে সুন্দর করার জন্য কিছু পদক্ষেপ ।
— সবার আগে সেই খারাপ কাজ
ছেড়ে সরে আসতে হবে।
— আন্তরিকভাবে অনুতপ্ত
হতে হবে [তাওবা​ ও ইস্তিগফার​
করা]
— ক্রমাগত ভালো কাজ
করতে হবে, কেননা ভালো কাজ
মন্দ কাজকে ঢেকে দেয়।​​
— সঙ্গীসাথী বদলে ফেলতে হবে।​
আগেকার সম্পূর্ণ ফ্রেন্ড
সার্কেলকে এভয়েড করতে হবে।​
— একাকীত্ব
থেকে দূরে থাকতে হবে,
প্রয়োজনে ভালো সঙ্গীর
কারণে গিয়ে ভালো বিষয়ে আলোচনা করতে দূরে
কোথাও
যাওয়াও উচিত হবে।
— কমিউনিকেশন ডিভাইস
থেকে দুরত্ব রাখতে হবে, বিশেষ
করে একাকীত্বের সময়ে যেন
আবার কোন নতুন সমস্যায়
জড়িয়ে পড়ার স​​
ম্ভাবনা না থাকে।
— আল্লাহর স্মরণ করতে হবে সবসময়।​
— নামাজে নিয়মিত হতে হবে,
ইসলামি জ্ঞানার্জনে নিজেকে লাগিয়ে দিতে
হবে।
— নিজেকে স্মরণ করাতে হবে,
দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী।
আখিরাতে আল্লাহ এই জীবনের
সবকিছুর হিসেব নিবেন।
— বিবাহপূর্ব বা বিবাহবহির্ভূত সকল
সম্পর্ক এড়িয়ে চলুন।
— মোবাইল ফোন, ফেসবুক,
মেসেঞ্জারেও যেকোন
কমিউনিকেশন থেকে দূরে থাকুন।
নইলে শয়তানের ওয়াসওয়াসায়
জীবন আবার জটিল হয়ে যাবে।
আল্লাহ আমাদের বলেছেনঃ
“…নির্লজ্জতার কাছেও
যেয়ো না, প্রকাশ্য হোক
কিংবা অপ্রকাশ্য…” — [সূরা আনআম
– ১৫১]
“যারা পছন্দ করে যে, ঈমানদারদের
মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক,
তাদের জন্যে ইহাকাল ও
পরকালে যন্ত্রণাদায়ক
শাস্তি রয়েছে…” —[আন নূর :১৯]
“মুমিনদেরকে বলুন, তারা যেন
তাদের দৃষ্টি নত
রাখে এবং তাদের যৌনাঙ্গর
হেফাযত করে। এতে তাদের জন্য
খুব পবিত্রতা আছে… ” — [সূরা আন
নূর :৩০]
“আমি মানুষ
সৃষ্টি করেছি এবং তার মন
নিভৃতে যে কুচিন্তা করে,
সে সম্বন্ধেও আমি অবগত আছি।…” —
[সূরা ক্বাফ -১৬]

No comments:

Post a Comment