ইসলামের ঘটনা
ঘটনা -২
সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদি
রাব্বিহি। তিনি তার বাগানে ফল-ফলাদি ও গাছ-
গাছালি দেখাশোনা করছেন। এমন সময় নবীজির
ইন্তিকালের সংবাদ জানতে পেলেন।
হৃদয়ের কোমল বৃত্তে তিনি আচমকা প্রচণ্ড আঘাত
পেলেন। দুঃখে শোকে আর মহব্বতের আতিশয্যে
আল্লাহর কাছ প্রার্থনা করে বসলেন, হে আল্লাহ!
আমার দৃষ্টিশক্তি রহিত করে দাও। প্রিয়নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি এই
চোখ দিয়ে আর কিছুই দেখতে চাই না। অন্তরের
অন্তঃস্থল থেকে উৎসারিত এই প্রার্থনা বৃথা গেল
না। সত্যিই দৃষ্টিশক্তি রহিত করে দেয়া
হলো তার। মানুষের প্রতি কি মানুষের এমন
ভালোবাসাও হতে পারে, যে ভালোবাসার কাছে
নিজের দৃষ্টিশক্তির মহব্বতও হার মানে!
No comments:
Post a Comment