Wednesday, 2 December 2015

  • "গল্প থেকে শিক্ষা"



একটা বিখ্যাত গল্প আছে। কেউ কেউ হয়ত এর আগেও শুনেছেন। গল্পটা চারটি গরুকে নিয়ে ৷ তিনটি কালো, একটি সাদা৷ তারা একটা শ্বাপদসংকুল এলাকায় বাস করতো ৷এজন্য নিরাপত্তার খাতিরে তারা একসাথে থাকত এবং একে অপরের প্রতি সতর্ক দৃষ্টি রাখতো ৷ যার ফলে তারা টিকে ছিল ৷ একদিন কালো তিনজন একত্র হল এবং বলল ‘এই সাদা গরুটার জন্য আমরা ধরা পড়ে যাব ৷ আমরা কালো বলে রাতের বেলা শত্রু আমাদের দেখতে পায়না, কিন্তু তাকে দেখতে পায় ৷ চল ঐ গরুটাকে আমরা পরিত্যাগ করি ৷ তারপর আমরা তিনজন
একসাথে থাকবো ৷’ যেমন কথা তেমন কাজ ৷ সেদিন থেকেই কালো গরুগুলো সাদাটাকে বয়কট করল, তিনজন একপাশে থাকত আর বেচারা সাদা গরু আরেক পাশে ৷
সেখানকার নেকড়ে এই গরুদের মধ্যে অনৈক্য বুঝে ফেললো এবং সে সাদা গরুটার উপর ঝাঁপিয়ে পড়লো ৷
যখন নেকড়ে সাদা গরুটার গোশত খুলে খুলে খাচ্ছিল,
তখন কালো গরুগুলো কোন বাধা দিলনা ৷ তারা তাকিয়ে
তাকিয়ে তাদের ভাইকে টুকরো টুকরো হতে দেখছিল ৷
পরের রাতে নেকড়ে কালো গরুগুলো উপর আক্রমণ
করলো, কারণ তাদের শক্তি কমে গেছে ৷ এজন্য
নেকড়ে একটা কালো গরুকে ছিনিয়ে নিতে সক্ষম হলো ৷
পরের রাতে নেকড়ের জন্য কাজটা আরো সহজ হয়ে
গেল, কারণ গরু আছেই মাত্র দু’টো ৷ নেকড়ে খুব
সহজে আরেকটা গরু খেয়ে নিল ৷
শেষ রাতে গরু বাকি রইল মাত্র একটা ৷ গরুটা ভয়ে এদিক ওদিক
ছুটোছুটি করলো। কিন্তু তার কোন সাহায্যকারী নেই ৷
নেকড়ে বুঝল গরুটা দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে একসময় পড়ে
যাবে, তাই সে মনের আনন্দে পায়চারি করতে লাগলো ৷
সময় সুযোগমত সে গরুটার উপর ঝাঁপিয়ে পড়লো ৷
জীবনের শেষ মুহূর্তে এসে গরুটা একটা কথা বলেছিল,
খুবই শিক্ষণীয় কথা ৷সে বলেছিল, “আমিতো সেদিনই খাদ্য হয়েছি, যেদিন সাদা গরুটাকে খাওয়া হয়েছে।
” অর্থাৎ গরুটা বুঝতে পেরেছিল, যেদিন সে সাদা গরুটাকে সাহায্য করেনি, সেদিনই সে নিজের মৃত্যুর চুক্তিতে স্বাক্ষর করেছে৷

শিক্ষা:
একতায় শক্তি একতায় বল
বিভেদে পরাজয় হয় চিরকাল।
গল্পটি ভালো লাগলে শেয়ার করুন .
আমাদের ফেইজে লাইক দিয়ে এক্টিভেট থাকুন. দন্যবাদ,
https://m.facebook.com/হাদীস-পড়ুন-সুন্দর-জীবন-গড়ুন-Hadis-Prun-Sundr-Jibon-Grun-733729010024574/

No comments:

Post a Comment