Monday 14 December 2015

☞ গল্প থেকে শিক্ষা   
∷∷∷∷∷∷∷মন্তব্য∷∷∷∷∷∷∷
এক বৃদ্ধ ভদ্রলোক তার ২৫ বছর বয়সের ছেলেসহট্রেনে
করে বাসায় ফিরছেন।ছেলেটা ট্রেনের জানালা
দিয়ে আশেপাশের প্রকৃতি দেখছে। ছেলে: (ট্রেনের
জানালা দিয়ে তাকিয়ে) "বাবা! কি মজা!
দেখো,ট্রেনের বাইরেরগাছগুলো সব পিছনের দিকে
যাচ্ছে!"
বাবা: (হাসিমুখে)"Yah ... Cheers my son ..." ছেলে:
(কিছুক্ষণ পর)"বাবা!দেখো,কি সুন্দর পুকুর। পুকুরের
উপর ঐ ছোট্ট ছোট্টপাখিগুলো কোনপাখি,বাবা?"
বাবা: (হাসিমুখে)"ওগুলো মাছরাঙ্গা পাখি।"
ট্রেনে তাদের পাশে এক ভদ্রলোক বসা ছিলো।সে
চিন্তা করে পাচ্ছে না যে কিভাবে এই ২৫ বছর
বয়স্ক ছেলেটা বাচ্চাদের মত আচরণ করছে, অল্প
কিছু দেখেই আনন্দিত হচ্ছে।কিছুক্ষন পর বৃষ্টি পড়া
শুরু করলো এবংবৃষ্টির কিছু ফোটা এসে ছেলেটার
হাতের উপর পড়লো।
ছেলে: (খুব খুশি হয়ে) "বাবা!দেখো দেখো ... বাইরে
বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোটা আমার হাতের উপর পড়ছে।
"
এমন সময় ভদ্রলোক তার কৌতূহল দমন করতে পারলো
না।সে ছেলেটার বাবাকে বললো,"আপনার ছেলের
বয়স হিসেবে যথেষ্ট ইমম্যাচিউর।তাকে কেন একজন
ভালো ডাক্তারের কাছে নিয়ে যান না।
হসপিটালে ডাক্তারদের সাজেশন মত চললে সে সুস্থ
হয়ে যাবে।"
ছেলেটার বাবা উত্তর দিল,"আমরা হসপিটাল থেকেই
বাসায় ফিরছি।সে এখন কমপ্লিট সুস্থ।তার চোখের
অপারেশন হওয়ার পর আজ সে জীবনে প্রথমবারের
মতো দেখতে পারছে।" এসময় তার. চোখের কোনা
দিয়ে একফোটা পানি বের হয়ে আসলো।।
শিক্ষা:- 
কারো বাইরের অবস্থা দেখে আমাদের কোনো
মন্তব্য করা উচিৎ না।। কারণ আপনি হয়তো জানেন
না সে কোন অবস্থায় আছে

https://m.facebook.com/হাদীস-পড়ুন-সুন্দর-জীবন-গড়ুন-Hadis-Prun-Sundr-Jibon-Grun-733729010024574/
ভালো লাগলে আমাদের ফেইজে টা শেয়ার করার অনুরোধ রইলো 

No comments:

Post a Comment