Thursday 3 December 2015


  • ****কবিতা****আশিকুল ইসলাম (আশেক)

           বাংলাদেশের রাজনীতি 





বলতে পারো #বাংলার_মানুষ রাজনীতি কেন করে?
গরীব কেন রাজনীতি সেই চাপে জ্বলেপুরে মরে?

রাজনীতির ঐ ভোজের পাতে ফেলে লুচি ছানা-মিষ্টি,
গরীবরা পায় খোলামকুচি, একি অনাসৃষ্টি?

বলতে পারো রাজনীতির পিছে যারা,
দিনে-রাতে দৌড়ছে, গুলি আর চাপাডির কুপে পথেঘাটে কেন তারা মরছে?

রাজনীতির কাছে আমরা হলাম সস্তা মূল্যের খেলনা,
ক্ষমতায় গেলে আমারা হয়ে যায় তাদের কাছে ফ্যালনা.!

বলতে পারো তাদের মুখে যারা যোগায় খাদ্য,
তাদের পায়ের তলায় কেন (জনগণ) থাকতে বাধ্য?

আমার মনের প্রশ্ন এ'সব, মাথার মধ্য কামড়ায়,
দুই নেত্রীর ঢাক তৈরি (জনগণের) চামড়ায়।

No comments:

Post a Comment