ভুল...ভুল...ভুল...
মানুষ মাত্রই ভুল...
তাই বলে কি মানুষ শুধু ভুলই করে যাবে..??
যেমনঃ শিক্ষাই জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া জাতি উন্নত হতে পারেনা...
তেমনি যে ভুল থেকে শিক্ষা নেয় না সে জীবনকে উন্নত-সুখী ও সুন্দর করতে পারে না।
ভুল মানুষকে ছোট করে দেয়।।
ভুল মানুষের জীবনকে তিলে তিলে শেষ করে দেয়।
ভুল মানুষের জীবনে জন্য অর্থাৎ আমাদের প্রত্যেকেরই জীবনের মারাত্মক ক্ষতিকর একটা দিক। ছোট্ট একটি ভুল অর্থাৎ ভুলতো শুধু নিজের ক্ষতি করছে তা তো নয়। বরং তার পরিবার. বন্ধু বান্ধব চলার সাথী তারাও ক্ষতিগ্রস্থ হয়ে থাকে...
কাজেই মারাত্মক এ"ভুল" থেকে বেচেঁ থাকার চেষ্টা করুন.!
এমন অনেকেই আছে যারা ভুল করার পরেও আবার ভুল করে থাকেন ভুল থেকে শিক্ষা নেন না।
"ভুল" শব্দটা ছোট হলেও অত্যন্ত মারাত্মক ক্ষতিকর একটা শব্দ যে ভুল করে সে বেচেঁ থাকলে বুঝতে পারে কতটা যে মারাত্মক.!!
মানুষের জীবন একটাই, তাই যতোটা সম্ভব চেষ্টা করা উচিৎ 'ভুল থেকে বেচেঁ থাকার..!!
আশেক
No comments:
Post a Comment