Saturday, 19 December 2015

 জীবন যুদ্ধ 
____আশিকুল ইসলাম (আশেক )

জীবন মানে যুদ্ধ শুধু
______শুধু টাকার খেলা
না পাওয়ার কষ্ট কেন
______থাকে সবার বেলা
জীবন যেন ইটের ভাটা
______শুধু আগুন জ্বলে
পুড়ে সবই ছাই হয়
______তিল তিল করে
যায় না দেখা কোনস্থানে
______হয় যদি কোন ক্ষত
জীবন হইলো অস্ত্র ছাড়া
________বিশাল বড় যুদ্ধ
সৈন্য বাহিনী নেই যে তার
________করে তবুও যুদ্ধ
যুদ্ধ করে যখন সে
________ক্লান্ত হয়ে পরে
ঘুমের ঘোরে তখন আবার
________যুদ্ধ ফিরে তারে
যুদ্ধ করে যখন আবার
________হাপিয়ে সে ওঠে
পরাজয় নিশ্চিত ভেবে
________দেয় হাল ছেড়ে
খানিক বাদে যখন সে
_______সাহস পায় ফিরে
যুদ্ধ ছাড়া মানব জীবন
_______হয় আবার কি করে?

No comments:

Post a Comment