Tuesday 22 December 2015

  গল্প থেকে শিক্ষা  
এক কুকুর রোজ তার মালিকের কাছে খাবার পৌঁছে
দিত। খাবারের ঝুড়ি থেকে আসা চমৎকার সব
খাবারের গন্ধে সেই কুকুরের খুব লোভ হত খাবারগুলো
চেখে দেখার।
কিন্তু, নিজেকে সব সময় সামলে নিত সে।
বিশ্বস্ততার সাথে নিয়মিত সে তার কাজ করে যেত।
কিন্তু একদিন পাড়ার সব কুকুরেরা একসাথে তার
পিছু নিল। চোখে তাদের তীব্র আকাঙ্খা, মুখ থেকে
লোভ ঝরে পড়ছে। সমানে তারা চেষ্টা করতে থাকল
ঝুড়ি থেকে খাবার চুরি করে খেয়ে ফেলার।
বিশ্বাসী কুকুরটি অনেকক্ষণ তাদের থেকে পালিয়ে
পালিয়ে থাকার চেষ্টা করেছিল। কিন্তু ধাওয়া
করে আসা কুকুরগুলো এক সময় এমন ভাবে তাকে
ঘিরে ধরল যে সে দাঁড়িয়ে পড়ল।
কুকুরগুলোর সাথে তর্ক করে সে তাদের বোঝাতে
চাইল যে তারা কাজটা ঠিক করছে না। চোর
কুকুরগুলো ঠিক এটাই চাইছিল। তারা এমনভাবে
তাকে বিদ্রূপ করতে রইল যে একসময় সে রাজী হয়ে
গেল।
“ঠিক আছে, তাই হোক,” বলল সে, “তবে,
ভাগাভাগিটা কিন্তু, আমি নিজে ঠিক করব।” এই
বলে মাংসের সবচেয়ে ভালো টুকরোটা সে নিজের
জন্য তুলে নিল আর বাকিটা ঐ কুকুরগুলোকে দিয়ে
দিল।
✔ শিক্ষাঃ সম্পদের অংশীদার না করে চিরকাল
কাউকে দিয়ে সেই সম্পদের ভার বওয়ান যায় না।
একদিন না একদিন সেই বঞ্চিত লোক ঐ ভার লুট করে
নেবেই।

No comments:

Post a Comment