Saturday 12 December 2015

 আরবি প্রবাদ 
* পৃথিবীটা লবণাক্ত পানির মত। যতই তা পান করবে
পিপাসা ততই বাড়বে।
* তুমি পাহাড়ের চুড়ার মত হইয়ো না। কারণ, এতে তুমি
মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট
দেখবে।
* চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি
বাতি জ্বালানো অনেক ভাল।
* সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়। কিন্তু যা
কিছু বলছ তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।
* কুপে থুথু ফেলনা। কারণ, হয়ত কখনো তোমার এ কুপ
থেকে পানি পান করার প্রয়োজন হতে পারে।
* গাছ থেকে যখন আপেল পড়ল তখন সবাই বলল, গাছ
থেকে আপেল পড়েছে। কিন্তু সব মানুষের মধ্যে এক
ব্যক্তিই শুধু জানতে চাইল কেন আপেলটি পড়েছে?
(আর তার মাধ্যমেই আবিষ্কৃত হল মাধ্যাকর্ষণ শক্তি।)
* জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর। এতে
তোমার চলার পথ যেন থেমে না যায়। বরং
পাথরগুলো কুড়িয়ে তৈরি কর সাফল্যের সিঁড়ি।
* যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি
করে।
* আত্মতৃপ্তিতে ভোগা সংকীর্ণ জ্ঞানের পরিচয়।
* যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এ পৃথিবীর সব
কষ্ট সহজ হয়ে যায়।
* যদি নিজে নিজের 'বিবেক'কে বড় মনে কর তবে
শত্রু সৃষ্টি হবে আর যদি 'হৃদয়'কে বড় কর তবে বন্ধু বৃদ্ধি
হবে।
* যার ভুল হয় সে মানুষ আর যে ভুলের উপর স্থির
থাকে সে শয়তান।
* বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না। কারণ,
বাকপটু তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ
তোমাকে কষ্ট দিবে।

No comments:

Post a Comment